কোম্পানি সংবাদ

রাইস ব্রান অয়েল এবং কার্ড অয়েল উৎপাদন করবে এমারেল্ড

Written by sharebazarU

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েলের পরিচালনা পর্ষদ রাইস ব্রান অয়েল এবং কার্ড অয়েল উৎপাদন করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এ কারণে কোম্পানিটি যমুনা এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজের সাথে একটি চুক্তি সম্পন্ন করেছে। কোম্পানিটি ফিনিশড রাইস ব্রান অয়েল এবং কার্ড অয়েল উৎপাদন করবে; যা লোকাল মার্কেটে বাজারজাত করবে এবং জাপানের মার্কেটে রপ্তানি করবে।

প্রসঙ্গত, ডিএসইতে আজ সোমবার এমারেল্ড অয়েলের শেয়ারটি ১৪৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হচ্ছে।

About the author

sharebazarU

Leave a Comment