কোম্পানি সংবাদ

শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না ‘ফাস ফাইন্যান্স’

Written by sharebazarU

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না ।

বৃহস্পতিবার (১৯নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বিদায়ী বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ টাকা ১২ পয়সা। এর আগের বছর শেয়ার প্রতি লোকসান ১৬ পয়সা। ২০১৯ সালে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১ টাকা ৯৩ পয়সা। এর আগের বছর ছিলো ১২ টাকা ৫ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে সকাল ১১টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ ডিসেম্বর।

About the author

sharebazarU

Leave a Comment