চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোকে কেন্দ্র করে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। যে কারণে সংস্থাটির কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।সম্প্রতি সিএসইকে এ বিষয়ে বিএসইসির পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর বিষয়টি গত ১৬ সেপ্টেম্বর বিএসইসিতে পাঠানো এক চিঠি মাধ্যমে উল্লেখ করা হয়েছে। মামুন-উর-রশিদকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর ক্ষেত্রে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (বোর্ড ও অ্যাডমিনিস্ট্রেশন) রেগুলেশনস, ২০১৩ এর সব বিধি-বিধান ও অনুষ্ঠানিকতা সঠিকভাবে পরিপালনা করা হয়েছে কি-না তা জানাতে বলা হয়েছে। আর এ চিঠি পাওয়া সাত কার্যদিবসের মধ্যে বিষয়টি বিএসইসিকে অবহিত করার পরামর্শ দিয়েছে বিএসইসি।
উল্লেখ্য, সিএসই’র এমডি মামুন-উর-রশিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সিআইবি ক্লিয়ারেন্স নিয়ে সমস্যা এবং চলতি বছরের বছরের ফেব্রুয়ারিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তার আসামি করা হয়েছে। এছাড়া এমডি পদের প্রভাব খাটিয়ে মামুন-উর-রশিদ এক্সচেঞ্জের তিনটি গাড়ি ব্যবহার করতেন। এর মধ্যে তার ছেলে সিএসই’র একটি গাড়ি ব্যবহার করতে গিয়ে দুর্ঘটনাও ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে। যে কারণে সিএসই’র ব্যবস্থাপনা পরিচালককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।