এক্সক্লুসিভ

স্বামী-স্ত্রী আর একজন নাম মাত্র পরিচালক দিয়ে পরিচালিত হয় জেএমআই হসপিটাল!

Written by sharebazarU

শেয়ারবাজারে আইপিও’র প্রক্রিয়াধীন জেএমআই গ্রুপের কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিটি ম্যানুফেকচারিং লিমিটেডের বর্তমান চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক প্রতি মাসে বেতনবাবদ ১০ লাখ টাকা নিতেন। শুরুতে তিনি এই কোম্পানির এমডি পদে থাকলেও আইনগত জটিলতার জন্য এখন চেয়ারম্যান পদে রয়েছেন।

তিনি ২০১৯ সালে বেতন-ভাতাবাবদ মোট ১ কোটি ২২ লাখ ১৯ হাজার ৫৩৬ টাকা কোম্পানির নিকট হতে নিয়েছেন। এর আগের বছর ২০১৮ সালে তিনি ১ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৮৮০ টাকা নিয়েছিলেন। এই ২০১৮ ও ২০১৯ সালে তিনি কোম্পানির এমডি থাকাকালীন সময়ে বেতন-ভাতাবাবদ প্রতি মাসে গড়ে প্রায় ১০ লাখ টাকা করে নিয়েছেন।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের শেষের দিকে উনাকে কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত করে পরিচালনা বোর্ড। এপদে উনার বেতন প্রতি মাসে ৮ লাখ টাকা ধার্য করা হয়।

২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি এক বোর্ড সভায় তিনি কোম্পানির চেয়ারম্যান হোন। এর আগ পর্যন্ত তিনি ব্যবস্থাপনা পরিচালক বা এমডি পদেই ছিলেন। আব্দুর রাজ্জাক কোম্পানির চেয়ারম্যান হওয়ার পরে উনার স্ত্রী সুরিয়া আকতার রিনাকে কোম্পানিটির এমডি হিসাবে নিয়োগ দেওয়া হয়।

জেএমআই গ্রুপ এর অধিকাংশ কোম্পানী পরিচালিত হয় আব্দুর রাজ্জাক ও তার স্ত্রীর পরিচালনায়।আদতে জেএমআই এর অন্য কোন ডাইরেক্টর নেই।স্বামী-স্ত্রীর বাইরে এই কোম্পানীর পরিচালনা বোর্ড এ রয়েছেন মাত্র একজন পরিচালক।
মূলত আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী মিলে চালান এই কোম্পানী।

About the author

sharebazarU

Leave a Comment