কোম্পানি সংবাদ

৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

Written by sharebazarU

চলতি সপ্তাহে ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বর, ২০২০ ও ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হচ্ছে-

দেশ বন্ধু পলিমার লিমিটেড: পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২০ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১০ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ০৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড: গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৩৫ শতাংশ ক্যাশ ও বাকী ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Earnings Per Share-EPS) হয়েছে ৯ টাকা ৩৬ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৫ টাকা ৬২ পয়সা।

আগামী ২২ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ অক্টোবর ।

ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেড: শেয়ার প্রতি ৪ টাকা ৪০ পয়সা ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

প্রতি শেয়ারের মূল্য ১০ টাকা হিসাবে কোম্পানিটি ১৭৬ কোটি ১৯ লাখ ৭৫ হাজার ১৬৪ টাকার লভ্যাংশ দেবে।

ইউনাইটেড এনার্জি ইউনাইটেড আশুগঞ্জের ৯২.৪৭ শতাংশ শেয়ারে মালিক। আর ইউনাইটেড পাওয়ার ইউনাইটেড এনার্জির ৯৯ শতাংশ শেয়ারের মালিক। ইউনাইটেড এনার্জি ইউনাইটেড পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান।

বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার সমন্বিত প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৪ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা।

সামিট পাওয়ার লিমিটেড: গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২৫ পয়সা। এর আগের বছরে ইপিএস ছিল ৫ টাকা ১৭ পয়সা।

আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ৩৪ টাকা ৪৫ পয়সা। এর আগের বছরে কোম্পানিটির (এনএভি) ছিল ৩১ টাকা ৫০ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অগামী ৫ ডিসেম্বর সকাল ১১টা ৩০ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য বিনিয়োগকারীদের লভ্যাংশ বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ অক্টোবর।

About the author

sharebazarU

Leave a Comment