দেশের ৬৪টি নন-লাইফ ইন্সুরেন্সের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের উপ মহাব্যবস্থাপক ড. মো: ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তথ্য চেয়ে সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে প্রেরণ করা হয়েছে। আগামী ৭ জানুয়ারির মধ্যে নির্ধারিত ফরমেটি চাহিত তথ্যাদি দেওয়ার জন্য বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ইন্সুরেন্স কোম্পানিগুলোর সব ব্যাংক হিসাবের তথ্য ৭ জানুয়ারির মধ্যে পাঠাতে হবে। সুনির্দিষ্টভাবে যেসব তথ্য পাঠাতে হবে এরমধ্যে রয়েছে-ব্যাংক হিসাবের ধরণ, হিসাবের নম্বর, মোট হিসাবের সংখ্যা এবং হিসাব সংরক্ষণকারী শাখার নাম।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ড. মো: ইসমাইল হোসেন বলেন,
এটি একটি রুটিন ওয়ার্ক। ইন্সুরেন্স নন-লাইফ ইন্সুরেন্স কোম্পানিগুলোর বিষয়ে এসব তথ্য সময়ে সময়ে ব্যাংকগুলোর কাছে চাওয়া হয়।’
কোম্পানিগুলো হলো-অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লিমিটেড, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড,কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড, ক্রিষ্টাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড,ইষ্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড,গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড,জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড,প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড,পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড,ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড,প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড,রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সাধারণ বীমা কর্পোরেশন, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড,সিকদার ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড,স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।