সপ্তাহজুড়ে পুঁজিবাজার মূল মার্কেট ও এসএমই মার্কেটে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৭ কোম্পানি অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ,২১)
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি কনসুলেটেড আয় করেছে ৩১ পয়সা। আগের বছর একই সময় ছিল ০৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২০ টাকা ১০ পয়সা।
দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন,২১)
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছে ৪৯ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিতভাবে ০২ পয়সা আয় ছিল।
অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় ছিল ৮০ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত আয় ছিল ১০ পয়সা।
গত ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৫৩ পয়সা।
অরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড: তৃতীয় প্রান্তিকের (জুলাই,২০-জুন,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ৫০ পয়সা।
কিউআই পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৪ পয়সা।
আর কিউআই আগের শেয়ার হিসাবে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ৬৩ পয়সা। কিউআই পরবর্তী শেয়ার হিসাবে এনএভি দাঁড়াবে ১৭ টাকা ৩৮ পয়সা।
মাস্টার ফিড অ্যাগ্রোটেক লিমিটেড: তৃতীয় প্রান্তিকের (জুলাই,২০-জুন,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ৩৪ পয়সা।
কিউআই পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৭ পয়সা।
আর কিউআইয়ের আগের শেয়ার হিসাবে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৭৮ পয়সা। কিউআই পরবর্তী শেয়ার হিসাবে এনএভি দাঁড়াবে ১৪ টাকা ০৭ পয়সা।
হিমাদ্রি লিমিটেড: বছরের ৯ মাসে (জুলাই,২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৬ টাকা ০৮ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৩৩ টাকা ১১ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির সম্পদ পুর্নমূল্যায়ন ছাড়া এনএভি দাঁড়িয়েছে ৯২ টাকা ৬৯ পয়সা।
ওয়ান্ডারল্যান্ড টয়েস: আলোচ্য সময়ে (জুলাই,২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৯ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ০৭ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির সম্পদ পুর্নমূল্যায়ন ছাড়া এনএভি দাঁড়িয়েছে ২০ টাকা ৩২ পয়সা।
বেঙ্গল বিস্কুটস: আলোচ্য সময়ে (জুলাই,২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮১ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৪৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ৯ টাকা ৯২ পয়সা।
অ্যাপেক্স ওয়েভিং: বছরের ৯ মাসে (জুলাই,২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৭ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৯১ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির সম্পদ পুর্নমূল্যায়ন ছাড়া এনএভি দাঁড়িয়েছে মাইনাস ২৫ টাকা ৪২ পয়সা।