দৈনিক শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত রতনপুর স্টিল রি-রোলিং মিলসের (আরএসআরএম) প্রস্তাবিত রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব নাকচ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
অ্যাকাউন্টসসহ অন্যান্য বিষয়ে আপডেট তথ্য দিতে ব্যর্থ হওয়ায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই সিদ্ধান্ত নিয়েছে।
বিষয়টি ডেইলি শেয়ারবাজারকে নিশ্চিত করেছেন কমিশনের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেন, একাউন্টসহ বেশ কিছুর সঠিক তথ্য না থাকায় কোম্পানির রাইট আবেদন বাতিল করা হয়েছে।
বিএসসি তথ্যমতে, রাইট ইস্যুর প্রস্তাবে কোম্পানিটির আপডেট তথ্য জমা দেওয়ার জন্য গত ৩১ অক্টোবর সর্বশেষ সময়সীমা ছিল। কিন্তু কমিশনে তা জমা দেওয়া হয়নি। এছাড়া এর আগে ২ দফায় সময় বাড়িয়েও আপডেট তথ্য দেওয়া হয়নি।
আরএসআরএম স্টিল ৩টি সাধারন শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার ইস্যুর ঘোষণা দিয়েছিল। এক্ষেত্রে প্রতিটি শেয়ার ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকা করে ইস্যু করার প্রস্তাব করেছিল। তবে শুরুতে ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি ২০ টাকা করে ইস্যুর প্রস্তাব করেছিল।
উল্লেখ্য, আরএসআরএম স্টিল ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। ওইসময় কোম্পানিটি ৩০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ার ৪০ টাকা করে ইস্যুর মাধ্যমে ১০০ কোটি টাকা সংগ্রহ করে। এখন শেয়ারটি ২২.৯০ টাকায় লেনদেন হচ্ছে।