ব্যাপক দরপতনে রয়েছে বিশ্ব শেয়ারবাজার। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বড় বড় শেয়ারবাজারে নেতিবাচক অবস্থা বিরাজ করছে।
নিম্নে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার: উত্থান দিয়ে সপ্তাহ শেষ করলেও সপ্তাহজুড়ে দরপতনে রয়েছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৬৫ শতাংশ বা ২২৫.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৫১২০.০৮ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.১১ শতাংশ কমেছে ।
এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ০.৮১ শতাংশ বা ৩৫.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৪৪১.৬৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ০.৫১ শতাংশ কমেছে।
নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ১.১৯ শতাংশ বা ১৭২.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৭১৪.৬৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ০.৭৩ শতাংশ কমেছে।
ইউরোপের শেয়ারবাজার: সপ্তাহজুড়ে দরপতনে রয়েছে ইউরোপের শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৪১ শতাংশ বা ২৯.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭০৮৭.৯০ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ১.৮১ শতাংশ কমেছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ০.২৭ শতাংশ বা ৪২.৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৮০৮.০৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.০৬ শতাংশ কমেছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ২০.২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৬২৬.১১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.৯১ শতাংশ কমেছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ১০.৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৫৯১৮.২৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৭৬ শতাংশ কমেছে।
এশিয়ার শেয়ারবাজার: ব্যাপক দরপতনে সপ্তাহ শেষ করেছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ০.৯৮ শতাংশ বা ২৬৭.৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৭০১৩.২৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.৪৫ শতাংশ কমেছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ১.৮৪ শতাংশ বা ৪৬৬.৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৪৮৪৯.৭২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৫.৮৪ শতাংশ কমেছে।
চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ১.১০ শতাংশ বা ৩৮.২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৪২৭.৩৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৫৩ শতাংশ কমেছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৪ শতাংশ বা ৩০০.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫৩২৯.৩২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৮৮ শতাংশ বেড়েছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫১ শতাংশ বা ১৫.৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩১০২.৭৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৯৮ শতাংশ কমেছে।