আজকের সংবাদ

সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে যারা

Written by sharebazarU

 সপ্তাহজুড়ে ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭০১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৯ কোটি ৬৪ হাজার ৬১৭টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ( বিএটিবিসি) লিমিটেড। কোম্পানিটির  ৩০ লাখ ৬২ হাজার ৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫০০ কোটি ৯৬ লাখ টাকা।

রবি আজিয়াটা লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৬ কোটি ৫ লাখ ৭ হাজার ২৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য  ২৬৪ কোটি ৩৬ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মা, লংকাবাংলা ফিন্যান্স, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, মীর আখতার হোসেন, এনার্জিপ্যাক পাওয়ার ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।

About the author

sharebazarU

Leave a Comment